![]() |
Misti premer golpo |
অঙ্কন আর মনীষা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী।থাকে একই পাড়ায়।মনীষা তার মা বাবা আর দিদির সাথে নতুন এসেছে অঙ্কনদের পাড়ায়।কলেজে যাওয়া আসার পথেই তাদের পরিচয়।ক্লাসও এক দুজনের।আর এক পাড়ায় থাকার খাতিরে দুজন দুজনের খুব ভালো বন্ধু।বেহালায় আসার পর থেকে মনীষার প্রথম বন্ধু বলতে অঙ্কনই।ক্লাসের শেষে দুজনের একসাথে গল্প করে বাড়ি ফেরা,একসাথে ঘুরতে যাওয়া.......অনেককিছু।ওদের এই মেলামেশাটা ক্লাসের অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছিল।সবাই ক্লাসে বলাবলি করতো............
- "ওদের কি সত্যিই শুধু বন্ধুত্ব? এর বেশি কি কিচ্ছু নয়!"
- "নানা ওরা নিশ্চয়ই আমাদের থেকে ব্যাপারটা লুকিয়ে রেখেছে"
- "হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ওরা আমাদেরকে কিছু জানতে দিচ্ছেনা"
bangala premer golpo
অঙ্কনের ছোটবেলার বন্ধু জয়.........পারিবারিক কারণে অনেকদিন কলেজে আসেনি....মনীষা আর অঙ্কনের বন্ধুত্বটা ওর অজানা নয় কিন্তু সত্যিই ওরা এখন যেন একে অপরকে ছাড়া কিছুই বোঝেনা ! কলেজে জয় আসতেই সবাই ওকে চেপে ধরলো।
-" এই জয় ......তুই তো অঙ্কনের হরিহর আত্মা ছোটো থেকে........এখন মনীষা আসতে অঙ্কন তোকেও যে পাত্তা দিচ্ছেনা রে ! ব্যাপারটা কি বলতো? ওদের মধ্যে কি কিছু চলছে! "
-"হম্ম্ম.....আমিও তাই ভাবছি......এতদিন একটু ব্যস্ত ছিলাম বলে ওদের সাথে যোগাযোগ ও হয়নি.....মনে হচ্ছে জল অনেকদূর গড়িয়ে গাছে...... ব্যাপারটা দেখতে হচ্ছে তো......."
এইসব বলতে বলতে সবাই হাসাহাসি করতে লাগলো.......এমন সময় অঙ্কন আর মনীষা ক্লাসে ঢুকলো...একজন বন্ধু চেঁচিয়ে উঠলো.........
-" এইতো আমাদের মণিঙ্কন জুটি চলে এসেছে.....আসুন আসুন আপনাদেরই তো অপেক্ষায় ছিলাম আমরা ......."
- " কেন আমরা কি সেলেব্রিটি হয়ে গেলাম নাকি ! " অঙ্কন বলতে বলতে জয়কে দেখতে পেলো।
- " আরে জয় !!! ভাই কতদিন পর এলি রে তুই !!! "
- "হ্যাঁ রে ভাই তুই তো ভুলেই গেছিস আমাকে...কি ব্যাপার বলতো তোর! নতুন কোনো মানুষ এসেছে নাকি জীবনে? "
একজন বন্ধু বলে উঠলো........
-" হ্যাঁ তা আর বলতে!দেখতে পাচ্ছিসনা পাশে দাঁড়িয়ে আছে! "
এই শুনে মনীষা আর অঙ্কন একবার দুজন দুজনের দিকে তাকিয়ে মনীষা মাথা
-" ধুর তোরা থাম তো! "
এইসব করতে করতে ক্লাসে স্যার চলে আসে...যে যার কাজে ব্যস্ত হয়...টিফিনের টাইমে মনীষা বলে...
-" আমার একটু লাইব্রেরি তে কাজ আছে আমি সেরে আসছি" বলে সে চলে যায়... জয় অঙ্কনকে একা পেয়ে সরাসরি বলেই ফেলে...
-" প্রপোজ করেছিস ? "
-" মানে ! কি প্রপোজ করবো কাকে করবো! "
-" ভাই বেশি ভাও খাসনা... মনীষাকে করেছিস প্রপোজ? "
- " না "
-" না? না মানেঃ ! এখনো প্রপোজ করিসনি !!! "
- "না রে ভাই...এসব শুনে ও যদি বন্ধুত্বটাই ভেঙে দেয়? না তার থেকে এইরকমই ভালো আছি...যেদিন ওর মনে হবে ও আমাকে বলবে "
-" উফ তুই মাথামোটাই রয়ে গেলি বুঝলি তো...আরে বাবা মেয়েরা কখনো আগে বলেনা রে...আচ্ছা শোন...এমনও তো হতে পারে ও তোর বলার জন্যই অপেক্ষা করছে? "
-" ধুর....না রে ভাই...."
-" আর আমার কথা যদি সত্যি হয় তাহলে? "
অঙ্কন মনে মনে একটু একটু করে সাহস সঞ্চয় করতে থাকলো........
- " নে আর ভাবিস না বেশি...ওকে একটা সারপ্রাইজ দিয়ে শুভ কাজটা সেরে ফ্যাল ।
- " ওকে....তুই বলছিস যখন........... দেখছি..."
সেদিন বাড়ি ফেরার পথে মনীষার কাছে জানতে পারলো পরেরদিন রবিবার ওর মা বাবা কোথাও বাইরে যাবে । মনে মনে ঠিক করে নিলো কালই সারপ্রাইজ টা দেবে ওকে আর নিজের মনের কথাও বলবে।
Romantic bengali love story
পরেরদিন...রবিবার সকালে ঘুম থেকে উঠেই অঙ্কন মনীষা কে মেসেজে জিজ্ঞেস করলো.........
- " কিরে কাকু কাকিমা চলে গেছেন? "
- " হ্যাঁ রে রেডি হচ্ছে ওরা ৩০ মিনিটেই বেরিয়ে যাবে...এই শোন না...আজকে জয় কে ডেকে নে... তিনজনে আর্সলানে খেতে যাবো...."
- " না আমার হবেনা " গম্ভীর হয়ে অঙ্কন বললো।
মনীষা অবাক হলো অঙ্কনের কথায়...অভিমানী হয়ে বললো.........
- " ও.... ওকে....মা বাবা বেরোচ্ছে বাই.... পরে কথা হবে "
এই বলে অফ হয়ে গেল মনীষা।ফোনটা পাশে রেখে চুপ করে বসে থাকলো রাগে...মনে মনে বললো .............
- " এভাবে না বলার কি ছিল? কি এমন রাজ কার্য করবেন উনি যে আমাকে না বলে দিলো ! তাও আবার বিরিয়ানি ! তাহলে কি ওর শরীর খারাপ আর সেটা আমার থেকে লুকিয়ে গেল? ধুর কিছুই তো বুঝতে পারছিনা .....মাঝে মাঝে কেন এরকম খামখেয়ালি হয়ে যায় কে জানে ! "
মনীষার বাবা মা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে টিভি খুলে বসে থাকলো চুপ করে...ফোনে অন ও হলোনা অঙ্কনের ওপর রেগে গিয়ে...আর কিছুটা অবাক হলো এটা দেখে যে অঙ্কন ওকে একবারও ফোন করছেনা বা মেসেজ ও পাঠাচ্ছেনা... তার মানে মনেহয় সত্যিই ওর শরীর খারাপ...
- " নাহ....আমিই ফোন করি ওকে "
বলতে বলতে যেই হাতে ফোন তুলেছে অমনি টিংটং......টিংটং......টিংটং......
- " উফফ এই অসময়ে আবার কে এলো রে বাবা ! "
উঠে গিয়ে দরজা খুলতেই একরাশ চমকে ওঠে মনীষা......
- " কিরে একেবারে হাঁ হয়ে গেলি যে ! কেমন চমকে দিলাম বল! জানতাম তুই এখন নির্ঘাত হয় নাক ডাকিয়ে দুপুরের ভাতঘুম দিয়ে ফিগারটা খারাপ করবি আর নয়তো টিভি খুলে বসে বসে আকাশ পাতাল ভাববি... আর সবার আগে ভাববি অঙ্কন কেন আমাকে বিরিয়ানীতে না বলে দিল নিশ্চই শরীর খারাপ.....কি তাইতো? " হাসতে হাসতে ভ্রু উচিয়ে বললো অঙ্কন।
misti premer golpo in bangla
মনীষা অবাক হয়ে চেয়ে থাকলো । সত্যিই তো এগুলোই ও ভাবছিল । কিন্তু অঙ্কন কিভাবে বুঝলো ওর মনের কথা! কি বলবে না বলবে ভেবে পেলোনা...ততক্ষনে আমাকে সাইড করে ঘরে ঢুকে পড়লো অঙ্কন....
- " ছাড় ছাড় তুই তো ঘরে ঢুকতেও বলবিনা আমাকে তাই নিজেই ঢুকে পড়লাম । "
- " সরি সরি বোস তুই । "
- " সে নাহয় বসবো....কিন্তু ম্যাডামের কি রান্না করা হয়েছে ? ম্যাডামের মা তো রান্না করে খেতে বলে গেছেন। আর উনি যা কুঁড়ে কষ্ট করে রান্না করার ভয়ে পেতে গামছা বেঁধেই কাটিয়ে দেবেন । তাও যদিও বা ভেবেছিল বিরিয়ানি খেতে যাবে কিন্তু সেটাও তো ভেস্তে দিয়েছি .....আহা রে...... "
- " এই তুই আমাকে কুঁড়ে বলছিস ! তুই নিজে কিরে ! "
- " তোর থেকে অনেক বেশি কাজ জানি আমি হ্যাঁ ! একদম বকবক করিসনা...বল না কি খাবি ভেজ নন ভেজ...এক্ষুনি যা বলবি করে দেব..."
- "নাহ...এত কিছু করতে হবেনা আপাতত দু কাপ চা করে আন । "
- " কি মেয়ে রে তুই ! অতিথি কে কোথায় তুই সেবা করবি তা না আমাকেই চা করতে পাঠাচ্ছিস ! ঠিক আছে যাচ্ছি আর কি...ইস কি কপাল আমার ! "
এইসব বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেল অঙ্কন । দু তিন মিনিটের মধ্যেই হটাৎ চিৎকার করে উঠলো....
- " মনি !!!! মনি !!!! উফফফফ আমার হাতটা পুড়ে গেল ও মাঃ !!!! "
মনীষা ছুটে গেল অঙ্কনের গলা পেয়ে....গিয়ে দেখে হাতে দু প্লেট বিরিয়ানি !
- " ভাই ...........তুই.........তোকে মেরেই ফেলবো আজকে । "
- " আরে আরে আরে মারিসনা মারিসনা বিরিয়ানি পড়ে যাবে পড়ে যাবে..........!!!!! "
- " যা আমি খাবই না "
- " খাবিনা ? ঠিক আছে কি আর করা যাবে....আমিই খেয়ে নি.... আর ঐদিকের দু প্লেটও আমি সাঁটিয়ে নি....."
মনীষা তাকিয়ে দেখল দু প্লেট চিকেন মশলা.... ওর খুব প্রিয় বিরিয়ানির সাথে চিকেন মশলা....তাড়াতাড়ি একটা প্লেট অঙ্কনের হাত থেকে ছাড়িয়ে নিলো ।
- " নিন এবার চলুন...খুব খিদে পাচ্ছে আমারও আর আপনারও "
Cute premer golpo in bangla
মনীষা হেসে দিলো এবার...দুজনে গিয়ে টেবিলে বসলো........প্রথম চামচটা তুলে মনীষা অঙ্কনের মুখের কাছে ধরলো । অঙ্কন অবাক হয়ে তাকিয়ে রইলো মনীষার দিকে।আগেও ওরা অনেকবার দুজন দুজনকে খাইয়ে দিয়েছে কিন্তু আজকের ব্যাপারটা কেমন যেন অন্যরকম। মনীষার বাড়িতে শুধু ওরা দুজন।একা........মুহূর্তটা বেশ রোম্যান্টিক। ওকে প্রপোজ করার জন্য আজকের দিনটাই সেরা।অঙ্কন এইসব ভাবতে ভাবতে অঙ্কন ভুলে গেল চোখ সরাতে.....
- " ও হেলো !! তাকিয়েই থাকবেন নাকি এটা মুখে নেবেন? "
অঙ্কনের হুস ফিরলো।
- " তুই খা আগে......তোর জন্য এনেছি "
- " হ্যাঁ সে তুই না বললেও খাবো কিন্তু কষ্ট করে বয়ে তো তুইই এসেছিস তাই আগে তুই আমার হাতে খাবি ব্যাস ।
- " আচ্ছা জো হুকুম ম্যাডাম জী...... "
- " ভাবিস না আমি রাগটা ভুলে গেছি । নেহাত খুব খিদে পেয়েছে তাই রাগটা সরিয়ে আগে খেয়ে নি...তারপর তোর হচ্ছে..."
- "আচ্ছা বাবা তাই হবে যা শাস্তি দিবি করবো।এবার খুশি? "
মনীষা হেসে ফেলে।দুজনে গল্প করতে করতে খেয়ে হাত ধুয়ে এসে দুজন মুখোমুখি দাঁড়ায়।
- " বলুন ম্যাডাম....কি শাস্তি দেবেন আমায়? আমাকে শাস্তি না দিলে তো তোর পেটের বিরিয়ানি হজম হবেনা "
- " শাস্তি..........শাস্তি..........শাস্তি.........."
বলতে বলতে মনীষা এগিয়ে যায় অঙ্কনের দিকে...কি হচ্ছে অঙ্কন কিছু বুঝতে না পারার আগেই মনীষা ওর ঠোঁটের কোণে আঙ্গুল ছোঁয়ালো । দুজনের চোখাচুখি.... একে অপরের দিকে তাকিয়ে থাকা.......অঙ্কুশের ভেতরে আবেগ এলো .........
- " উফফ সত্যি...আমাকে কুঁড়ে বলিস না! দেখ নিজে মুখ ধুয়েছিস তাও কেমন খাবার লেগে রয়েছে...." বলে মুছিয়ে দিলো মনীষা ।....
- " চল এবার হাঁটু গেড়ে বোস আমার সামনে কান ধরে..."
অঙ্কন কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসলো কান ধরে.....
- " সরি "
- " হম্ম...গুড বয় ..." বলতে বলতে হাসতে থাকলো মনীষা..." নে নে উঠে বসবি আয় সোফায়..."
মনীষার একটা হাত টেনে ধরলো অঙ্কন.....মনীষা ঘুরে তাকালো.....
- " মনি.....মনি.....আমি....."
- " বল ? " অঙ্কনের মনের কথাটা শোনার জন্য যেন উৎসুক হয়ে ওঠে মনীষা.....
-" মনি.......আমি তোকে ........
মনীষা চুপ করে দাঁড়িয়ে থাকে...অঙ্কনের বলতে চাওয়া কথার আঁচে ঠোঁটের কোণে হালকা হাসি আসে । অঙ্কন উঠে দাঁড়ায়... মনীষার দুই কাঁধে হাত রেখে ওকে একটু কাছে টেনে দুই গালে ভালোবাসায় ভরা দুটো চুমু এঁকে চুপ করে মাথা নিচু করে ঘর থেকে চলে যায়...যেন ওই দুই চুমুতেই ওর মনিকে যা বলার বলে দেয়..............।।
মনি কি উত্তর দায় আর কি হয় এরপর টা জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ব্লগ পাশের বেল আইকন টি টিপে।
New bengali love story- হঠাৎ করেই
Reviewed by Bengali love status
on
February 26, 2020
Rating:

No comments: